• NEWS PORTAL

  • সোমবার, ১০ নভেম্বর ২০২৫

খাগড়াছড়িতে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

খাগড়াছড়ি প্রতিনিধি 

প্রকাশিত: ১৫:৫২, ১০ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
খাগড়াছড়িতে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ মাদক কারবারি সালাউদ্দিন আটক হয়েছে। রবিবার (৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টায় খাগড়াছড়ি শহরে মেহেদীবাগ নিচের বাজার থেকে তাকে আটক করা হয়। সে চট্টগ্রামে রাউজানের মৃত দেওয়ান আলীর ছেলে। 

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে খাগড়াছড়ি শহরের মেহেদীবাগ নিচের বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. সালাউদ্দিনকে (৪৫) ২০০ পিস ইয়াবা, মাদক বিক্রির ৫ হাজার ১৫০ টাকা ও দুইটি মোবাইল ফোনসহ আটক করা হয়। তাকে বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান আব্দুল বাতেন মৃধা।

অভিযোগ রয়েছে, খাগড়াছড়ি শহরে ইয়াবা ও দেশীয় মদ ব্যবসায়ীদের দৌরাত্ম্য আগের চেয়ে বেড়েছে। বিশেষ করে বাস টার্মিনাল এলাকায় এদের তৎপরতা বেশি। এছাড়াও মহাজন পাড়া ও সরকারি মহিলা কলেজ সড়কের বিভিন্ন রেষ্টুরেন্টেও বিক্রি হচ্ছে ইয়াবাসহ নানা ধরনের মাদক।

বিভি/এসজি

মন্তব্য করুন: