• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

শ্বাসরোধে অটোরিক্সা চালক হত্যার পলাতক আসামিকে ধরলো র‍্যাব

প্রকাশিত: ১২:৩১, ১০ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
শ্বাসরোধে অটোরিক্সা চালক হত্যার পলাতক আসামিকে ধরলো র‍্যাব

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অটোরিকশা চালককে শ্বাসরোধে চাঞ্চল্যকর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১। মঙ্গলবার র‍্যাব-১ এর  অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পলাতক আসামি আব্দুল আউয়ালকে গোপন সূত্রে অভিযান চালিয়ে নরসিংদী জেলার মাধবদী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। 

র‍্যাবসূত্রে জানা যায়, গত ২০০৫ সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের আদুরিয়ায় আসামিরা যোগসাজশে সিএনজিচালিত অটোরিকশার চালক হাদী দাউকে নেশাজাতীয় ট্যাবলেট খাইয়ে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর আসামিরা লাশ গুমের চেষ্টা করে। পরে তাদের আচরণে স্থানীয়দের সন্দেহ হলে জনগণ আসামিদের ধরে পুলিশে সোপর্দ করে। 

উক্ত চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে বিজ্ঞ আদালত ৪ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়াও ২০১ ধারায় অপরাদের অভিযোগে আসামিদের ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। উক্ত রায়ের প্রেক্ষিতে যাবজ্জীবন কারাদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাব-১ ছায়া-তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে।

র‍্যাব সূত্রে আরও জানা যায়, র‌্যাব-১ এর ঢাকার আভিযানিক দল অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর অটোরিকশা চালক হত্যা মামলার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আব্দুল আউয়ালকে গ্রেফতার করে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2