• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

দাদার বিরুদ্ধে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ  

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৯, ১০ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
দাদার বিরুদ্ধে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ  

সাতক্ষীরার দেবহাটায় ৬০ বছর বয়সী মানিক গাজীর বিরুদ্ধে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার টাউন শ্রীপুর ইউনিয়নের চর রহিমপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। অভিযুক্ত মানিক গাজী (৬০) ওই গ্রামের মৃত মান্দার গাজীর পুত্র।

শিশুটির মা জানান, মঙ্গলবার সকালে তার মেয়েকে প্রতিবেশী দাদু মানিক গাজী মুরগির বাচ্চাকে খেতে দেওয়ার নাম করে নিজের ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক পাশবিক নির্যাতন চালায়। পরে তিনি বিষয়টি জানার পর গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। তিনি আরো জানান, এ ঘটনার পর শিশুটিকে এই বিষয়ে তার মাকে কিছু না জানানোর জন্য ভয়ভীতি দেখিয়ে বলেন, তুমি তোমার মাকে বিষয়টি জানালে তোমার মা কিন্তু তোমাকে মেরে ফেলবে। তিনি এসময় ঘটনায় জড়িত মানিক গাজীর উপযুক্ত শাস্তি দাবি করে বলেন, এর থেকে যেনো মানুষ শিক্ষা নিতে পারেন।

শিশুটির নানা বলেন, নানা হিসেবে নয়, সমাজের একজন মানুষ হিসেবে এই জঘন্যতম কাজের জন্য অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এই শাস্তি থেকে সমাজের আরো মানুষেরা যেন শিক্ষা নিতে পারে এবং এ ধরনের ঘৃণ্যতম কাজ আর কেউ যাতে না করতে পারে।

স্থানীয়রা জানান, এ ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রতিবেশী দাদা মানিক গাজী পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আবদুর রহমান জানান, শিশুটি গত রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। ভর্তির পর দায়িত্বরত চিকিৎসক তখনই তার পরীক্ষা-নিরীক্ষা করেন। শিশুটি বর্তমানে গাইনি চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে। প্রসিডিওর যেগুলো করার দরকার সেগুলো চলছে পাশাপাশি চিকিৎসাও চলছে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, অভিযুক্ত মানিক গাজীকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। তিনি আরো জানান, শিশুটির পরিবার বর্তমানে তাকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য ব্যস্ত রয়েছেন। তারা এলেই মামলা রেকর্ড করা হবে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2