• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

ট্রাফিক পুলিশকে দুশো’ মিটার টেনে নিয়ে যাওয়া সেই সিএনজি চালক গ্রেফতার

প্রকাশিত: ০৮:২০, ১৬ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০৮:২০, ১৬ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ট্রাফিক পুলিশকে দুশো’ মিটার টেনে নিয়ে যাওয়া সেই সিএনজি চালক গ্রেফতার

রাজধানীর কাকরাইল মোড়ে ট্রাফিক সিগন্যাল অমান্য করে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ সদস্যকে দুশো’ মিটার টেনে নিয়ে যাওয়ার ঘটনায় সিএনজি চালককে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) মো. মাঈন উদ্দিন (৫০) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়।

সিটিটিসি সূত্রে আরও জানা যায়, কাকরাইল মোড়ে ট্রাফিক সিগন্যাল অমান্য করে সিএনজি চালিয়ে যান মাঈন উদ্দিন। বাধা দিতে গেলে ট্রাফিক সদস্যকে টেনে দু’শো মিটার নিয়ে যায়। 

এরপর ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিম সোমবার রমনা থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2