মানুষ পরিবর্তন চায়, শান্তিতে থাকতে চায়: তারেক রহমান
নরসিংদীতে বিএনপির নির্বাচনী জনসভায় যোগ দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি গোষ্ঠী স্বাধীনতার বিরোধিতা করেছিলো। সেদিন যদি তারা দেশের মানুষের স্বার্থের বিরোধিতা না করতো, তাহলে লক্ষ লক্ষ মানুষকে শহীদ হতে হতো না। লক্ষ লক্ষ মা-বোনের সম্মান নষ্ট হতো না। আজকে কিছু মানুষ বলে অমুককে দেখেছি, তমুককেও দেখলাম এবার অন্যকে দেখি। আপনারা যার কথা বলছেন তাদেরকে এদেশের মানুষ ৫০ বছর আগেই দেখেছে। মানুষ পরিবর্তন চায়, শান্তিতে থাকতে চায়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জনসভায় যোগ দেওয়ার কথা থাকলেও রাত সোয়া ২ টায় যোগ দেন তারেক রহমান। এসময় জেলার ৫টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে পরিচয় করিয়ে দেন তারেক রহমান। তিনি ধানের শীষকে বিজয়ী করতে তাহাজ্জুদের নামাজের পর কেন্দ্রের পাশের মসজিদে গিয়ে ফজর নামাজ পড়ে ভোট শুরুর প্রথমদিকে ভোট দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। রাত ৩টা পর্যন্ত হাজারো মানুষ ঘনকুয়াশা ও শীত উপেক্ষা করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শোনেন। পরে তিনি রূপগঞ্জের জনসভায় যোগ দেন।
নরসিংদীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে আয়োজিত জনসমাবেশ ঘিরে বিকাল থেকেই খণ্ড খণ্ড মিছিলে সমাবেশস্থল লোকে লোকারণ্য হয়। ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় নরসিংদী পৌর পার্ক সংলগ্ন এ সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্মমহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।
সমাবেশ সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী।
এর আগে তারেক রহমান সিলেটের আলিয়া মাদরাসা মাঠে প্রথম জনসমাবেশ শেষে মৌলভীবাজারের শেরপুর আইনপুর খেলার মাঠে দ্বিতীয় সমাবেশ করেন। এরপর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল কুট্টাপাড়া ফুটবল মাঠে এবং কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামের সমাবেশে অংশ নিয়ে বক্তব্য দেন। সেখানে উপস্থিত সবাইকে তিনি ধানের শীষের ভোট দেওয়ার আহ্বান জানান।
নির্বাচনী প্রচারণার এই জনসমাবেশে নরসিংদী জেলার পাঁচটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন।
নরসিংদীর পাঁচটি আসনে দলের মনোনীত প্রার্থীরা হলেন- নরসিংদী-১ (সদর) আসনে নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, নরসিংদী-২(পলাশ) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নরসিংদী-৩ (শিবপুর) আসনে নরসিংদী জেলা বিএনপির সাধারন সম্পাদক মনজুর এলাহী, নরসিংদী-৪(মনোহরদী-বেলাব) নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক মো. আশরাফ উদ্দিন বকুল।
তারেক রহমান নরসিংদী সমাবেশস্থলে পৌঁছানোর আগে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে: কর্ণেল (অব) জয়নাল আবেদীন, স্বনির্ভর সম্পাদক শিরিন সুলতানা, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবদুল কাদির ভূইয়া জুয়েল, সদস্য আকরামুল হাসান মিন্টু, ইকবাল হোসেন শ্যামল, যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ হোসেন, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, জেলা নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ আরো অনেকে।
নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী ১ আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী ২ আসনের ধানের শীষের প্রার্থী ড. আব্দুল মঈন খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী ৩ আসনের ধানের শীষের প্রার্থী মনজুর এলাহী, জেলা বিএনপির সহ-সভাপতি ও নরসিংদী ৪ আসনের ধানের শীষের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল, কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ও নরসিংদী ৫
৫ আসনের ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
এর আগে ভৈরব স্টেডিয়ামে জনসভায় যোগ দেন তিনি। এছাড়া একই দিন ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটের জনসভায় যোগ দেন তিনি।
বিভি/এসজি



মন্তব্য করুন: