• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ভারতে চোরাই গরুসহ বাংলাদেশি যুবক আটক

প্রকাশিত: ১৬:২৬, ২৭ নভেম্বর ২০২১

আপডেট: ১৬:২৬, ২৭ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
ভারতে চোরাই গরুসহ বাংলাদেশি যুবক আটক

ফাইল ছবি

ভারতের অভ্যন্তরে চোরাই গরুসহ মনিরুল ইসলাম (৩৮) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২৭ নভেম্বর) সকালে ভূতপাড়া নামক স্থান থেকে তাকে আটক করা হয়।

সকাল সাড়ে ১০টার দিকে ভারতের মালদা জেলার হবিপুর থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে বলে বিজিবিকে জানিয়েছে বিএসএফ।

আটক মনিরুল ইসলাম নওগাঁর পোরশা উপজেলার বিষ্ণুপুর গ্রামের রফিকুল ইসলাম-এর ছেলে।

বিজিবি-১৬ (নওগাঁ) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মনিরুল ইসলামসহ কয়েকজন অবৈধভাবে ভারত থেকে গরুসহ বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করছিলো। এসময় ভারতের অভ্যন্তরে মালদা জেলার হবিপুর থানার ভূতপাড়া এলাকায় কেদারিপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। এসময় অন্যরা পালিয়ে আসতে পারলেও মনিরুল ইসলামকে তিনটি গরুসহ আটক করা হয়। পরে তাকে স্থানীয় হবিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সংগে কথা হয়েছে। যেহেতু থানায় হস্তান্তর করা হয়েছে এজন্য তাকে আর ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হয়নি।

বিভি/এওয়াইএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2