• NEWS PORTAL

  • রবিবার, ১৯ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সংসারের হাল ধরা হলো না প্রীতির 

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৭:১৩, ২৫ মার্চ ২০২২

আপডেট: ১৮:৩২, ২৫ মার্চ ২০২২

ফন্ট সাইজ
সংসারের হাল ধরা হলো না প্রীতির 

শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে নিহত হয় বদরুন্নেসা কলেজের দ্বাদশ শ্রেণী শিক্ষার্থী সামিয়া আফরান প্রীতি (১৯)। সংসার চালাতে মিরপুর-২ এ একটি কোম্পানির ফ্যাক্টরিতে প্রডাকশনে চাকরি করছিলেন তার বাবা মো. জামাল উদ্দিন। দুই ভাই বোনের মধ্যে প্রীতিই বড়। পরিবারের অবস্থা বিবেচনা করে বাবার সহযোগিতার জন্য প্রীতি চাকরির চেষ্টা করছিলেন। ১৫ হাজার টাকা বেতনে একটি অফিসের চাকরি পেয়েও গিয়ে ছিলেন। এপ্রিল মাসেই জয়েন করার কথা ছিল। কিন্তু সেটা আর হলো না। 

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে রাজধানীর শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত হয় প্রীতি। সকালে ঢামেক মর্গের সামনে একমাত্র মেয়ের মরদেহ নিতে এসে গণমাধ্যম কর্মীদের জামাল উদ্দিন বলেন, ‘মেয়ে হত্যার বিচার চাই না। মামলা চালানোর মতো অবস্থাও নেই। আমরা নিরীহ মানুষ। বিচার চাইলে আল্লাহর কাছে চাই। তিনিই বিচার করবেন।’

প্রীতির বাবা জামাল উদ্দিন বলেন, ‘মিরপুর-২ এ একটি কোম্পানির ফ্যাক্টরির প্রডাকশনে চাকরি করি। বেতন বেশি পাই না। অনেক কষ্টে মেয়ে প্রীতি ও ছেলে সোহায়েব জামাল সামি ও স্ত্রীকে নিয়ে পশ্চিম শান্তিবাগের একটি বাসায় ভাড়ায় থাকি।’

মেয়ে হত্যার বিচার চান না কেন ও কেন মামলা করবে না জানতে চাইলে তিনি বাংলাভিশনকে বলেন, ‘মামলা করবো না। মামলা চালাইতে যে খরচ লাগে তা আমরা পক্ষে এতো খরচ করা সম্ভব নয়। তাছাড়া আমি কোনো বিবাদে জড়াতে চাই না।’

তিনি বলেন, ‘তিন বছর আগে বাবাকে হারিয়েছে স্ত্রী হোসনে আরা। রাতে মেয়েকেও হারাল। স্ত্রীকে কোনো কিছু বলে বোঝানো যাচ্ছে না। সন্তানহারা স্ত্রীর মুখের দিকে তাকাতে পারছি না।’

এদিকে প্রীতির পারিবারিক সূত্রে জানা গেছে, প্রীতিদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। সেখানে যাতায়াত কম। বাবার চাকরিসূত্রে ঢাকায় থাকে তাদের পরিবার। সারাদিন বান্ধবী সুমাইয়ার খিলগাঁওয়ের বাসায় ছিলেন প্রীতি। রাতে বাসায় ফিরছিলেন। পথে খবর পান বাসায় মামা এসেছেন। নিজেদের দুই রুমের বাসা, থাকার সমস্যা মনে করে ফের বান্ধবীর সঙ্গে খিলগাঁওয়ে ফিরে যাচ্ছিলেন। একপর্যায়ে রিকশা শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় জ্যামের কারণে দাঁড়িয়ে থাকার সময় গুলিবিদ্ধ হন প্রীতি। পরে রাত সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবার প্রীতির মৃত্যুর খবর পান রাত ১২ টার দিকে।

শুক্রবার সকালে জামাল উদ্দিন বাংলাভিশনকে বলেন, প্রীতিকে গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে দাফন করা হবে। 

বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুরের দুর্বৃত্তের গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপু (৫৮)। একই ঘটনায় নিহত হন সড়কে যানজটে আটকা পড়ে রিকশায় বসে থাকা সামিয়া আফরান প্রীতি। গুলিবিদ্ধ হন টিপুর গাড়ির চালক মুন্না।

গুলির ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে জাহিদুল ইসলাম টিপু হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহত টিপুর স্ত্রী সংরক্ষিত নারী কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে এ মামলা করেন। 

বিভি/এইচএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2