• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

নারী আর মাদকের সেই আড্ডাস্থল এখন সুনশান নিরব (ভিডিও)

প্রকাশিত: ১৯:১৪, ১৩ এপ্রিল ২০২২

আপডেট: ২২:১৮, ১৩ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার বিচারকাজ পুনরায় শুরু হওয়ায় ফের আলোচনায় বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই। কিন্তু কোথায় কিভাবে আছেন আজিজ মোহাম্মদ ভাই তা খুঁজতে আমরা গিয়েছিলাম গুলশান দুইয়ের ৫৭ নম্বর রোডের ১১/এ বাড়িতে। ভেতর থেকে তালাবন্ধ আলিশান বাড়িটিতে কয়েকজন নিরাপত্তাকর্মী ছাড়া কারো যাতায়াত নেই।

এক সময় মদ-নারী আর মাদকের আড্ডাস্থল হিসেবে জমজমাট বাড়িটিতে পার্টি লেগেই থাকতো। মাঝে মধ্যেই হতো বিভিন্ন সিনেমার মহরত। নায়িকা আর উঠতি মডেলদের ভীরও ছিলো আজিজ মোহাম্মদকে ঘিরে। কিন্তু সেই বাড়ি কয়েক বছর ধরেই সুনসান নীরব। জানা গেছে তিনি স্বপরিবারে থাইল্যান্ডে অবস্থান করছেন। 

বাড়ির নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, অনেক বছর ধরেই আজিজ মোহাম্মদ এই বাড়িতে আসেন না। মাঝে মাঝে তার স্ত্রী ব্যবসা তদারকিতে আসলেও বেশিদিন থাকেন না। 

২০১৯ সালে এই বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমান মদ-সীসা ও ক্যাসিনো সরঞ্জাম জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

আরও পড়ুন:

র্যা ব বলছে, ১৯৯৮ সালে নায়ক সোহেল চৌধুরী হত্যার হত্যার অন্যতম পরিকল্পনাকারী বোতল চৌধুরী হলেও সোহেল চৌধুরীর সঙ্গে আজিজ মোহাম্মদ ভাইয়ের নির্দেশই ঘটেছিলো ওই হত্যাকাণ্ড। 

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, বনানী বড় মসজিদের পাশে গড়ে উঠা টাম্প ক্লাবের কারণে নামাজে প্রতিবন্ধকতা হচ্ছে, এমন অভিযোগে মুসল্লিদের সঙ্গে এক হয়ে ক্লাবের বিরুদ্ধে প্রতিবাদ করেন চিত্রনায়ক সোহেল চৌধুরী। এই প্রতিবাদের কারণে ক্ষিপ্ত হয় আজিজ মোহাম্মদ ভাই। সেই সঙ্গে ক্লাবের মালিক আজিজের ভাতিজি জামাই বান্টি চৌধুরী ও আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীও নায়ক সোহেল চৌধুরীর উপর ক্ষিপ্ত হয়। এর জেরে সোহেল চৌধুরীকে হত্যা করা হয়।  

তবে শুধু সোহেল চৌধুরী নয় আধুনিক বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়ক সালাম শাহ’র রহস্যজনক মৃত্যুর জন্যও আজিজ মোহম্মদ ভাইকে অভিযুক্ত করেন অনেকই।

বিভি/এসএইচ

বিভি/এনএম

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2