শার্শায় ইউপি সদস্যকে জবাই করে হত্যা

শার্শার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সদস্য আশানুরজ্জামান বাবলু ওরফে গামছা বাবলুকে জবাই করে হত্যা করেছে। মঙ্গলবার (২১ জুন) রাত ১০ টার সময় উপজেলার বালুন্ডা বাজারে এ ঘটনা ঘটে। নিহত আশানুজ্জামান বাবলু মহিষাকুড়া গ্রামের রমজান মোল্লার ছেলে। তিনি ৮নং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, অজ্ঞাত কিছু লোক প্রথমে বাবলু মেম্বারকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ করে। স্থানীয়রা বোমার শব্দে আতঙ্কিত হয়ে ছুটে পালিয়ে যায়। পরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে বাবলু মেম্বারকে জবাই করে পালিয়ে যায়। দ্রুত মুল আসামিকে শনাক্ত করে কঠিন শাস্তির দাবি করেন নিহত বাবলুর পরিবার।
নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, বাবলু নামে এক মেম্বারকে জবাই করে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।
বিভি/রিসি
মন্তব্য করুন: