বাক্সবন্দি কোরবানীর ১৮ ছাগল মারা গেল

একে যানজটের দীর্ঘ সারি সাথে বোনাস গরম এরই মধ্যে বাসের সাইড বক্সে করে ঢাকায় আনা হচ্ছিল ২০ টি ছাগল। গরমে ১৮টি ছাগলই মারা গেছে। ঘটনাটি শুক্রবার (৮ জুলাই) সকালের সাভারের আশুলিয়ায়। রাস্তার পাশ্বে পড়ে থাকতে দেখা গেছে ছাগল গুলোকে।
প্রত্যক্ষদর্শী মো. ইউসুফ গণমাধ্যমকে জানান, বৃহসপতিবার রাতে যানযটের ঠেলে ঢাকার দিকে বাসটি যাচ্ছিল। আমেরিকা প্লাজার সামনে আসলে বাসের কয়েকজন লোক নেমে বক্স থেকে ছাগলগুলোকে রাস্তায় ফেলে যায়। ঔই সময় ছাগলের মালিক কাঁদতে থাকেন।
তিনি জানান, ছাগল গুলোকে পাবনা থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। অতিরিক্ত গরমে শ্বাসরোধ হয়ে ছাগল গুলো মারা গেছে। ছাগলের আনুমানিক দাম ১৫-১৭ হাজার টাকা হতে পারে।
বিভি/এসআই
মন্তব্য করুন: