• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

অবৈধ সম্পর্কের ইতি টানতে মামিকে খুন করেন ভাগনে

প্রকাশিত: ১২:০২, ২৬ জুলাই ২০২২

ফন্ট সাইজ
অবৈধ সম্পর্কের ইতি টানতে মামিকে খুন করেন ভাগনে

অভিযুক্ত মামুন

অবৈধভাবে দীর্ঘদিন মামির সঙ্গে ছিল প্রেম। ঝামেলা মেটাতে পরিবার ভাগনেকে অন্যত্র বিয়েও দেয়। কিন্তু এতেও দূরত্ব তৈরি হয়নি। কিন্তু ভাগনে সরে আসতে চাইলেও মামি সম্পর্ক ভাঙতে চাননি। ফলে ক্ষিপ্ত হয়ে মামিকে খুন করেন ভাগনে।

শনিবার (২৩ জুলাই) কিশোরগঞ্জে গৃহবধূ রোকসানা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এরপর রবিবার (২৪ জুলাই) কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদুল আমিনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন অভিযুক্ত ভাগনে মামুন।

রবিবার দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।জবানবন্দিতে মামুন বলেন, অবৈধ সম্পর্ক শেষ করতে চেয়েছিলাম। কিন্তু রেকসোনা ওই অবৈধ সম্পর্ক শেষ করতে দেয়নি। পরে তাকে হত্যার পরিকল্পনা করি। আমি অনেক পাপ করেছি। তাই মামিকে হত্যা করে সব পাপ শেষ করলাম। 

সোমবার রাত সাড়ে ৯টার দিকে কিশোরগঞ্জ মডেল থানায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন।

জানা যায়, ২০০৫ সালে কিশোরগঞ্জের শহরের হারুয়া এলাকার তাইজুলের সঙ্গে বিয়ে হয় রেকসোনার। বিয়ের পর থেকে তাইজুলের ভাগনে মামুনের সঙ্গে মামির সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে তাদের সংসারে কলহ দেখা দেয়। দাম্পত্য জীবনের ১৭ বছরে তাদের ঘরে জন্ম নেয় দুই ছেলে ও এক মেয়ে। 

তাদের এই অবৈধ সম্পর্কের বিষয়টি জানতে পেয়ে মামুনকে অন্যত্র বিয়ে দেয় তার পরিবার। মামুনের ঘরেও জন্ম নেয় এক সন্তান। এর পরেও চলতে থাকে মামুন ও মামির সম্পর্ক। ফলে মামুনের স্ত্রী চলে যায় তাকে ছেড়ে।

একপর্যায়ে মামুন ও মামির সম্পর্কেও অবনতি ঘটে। মামুন এ অবৈধ সম্পর্ক শেষ করতে চাইলেও মামির কারণে তা শেষ করতে পারেননি। পরে মামুন তাকে হত্যার পরিকল্পনা করেন। 

২৩ জুলাই দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন মামি। এ সময় মামুন ঘরে ঢুকে মামির সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে মামিকে প্রথমে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে আঘাত করে। পরে ধারালো ছুরি দিয়ে মামিকে গলা কেটে হত্যা করে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2