• NEWS PORTAL

  • শনিবার, ২৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

এফবিসিসিআই নির্বাচন: নজরুল-ডনসহ যে ৩২ প্রার্থীর মনোনয়ন বাতিল

প্রকাশিত: ২৩:৫২, ১২ জুলাই ২০২৩

ফন্ট সাইজ
এফবিসিসিআই নির্বাচন: নজরুল-ডনসহ যে ৩২ প্রার্থীর মনোনয়ন বাতিল

নজরুল ইসলাম মজুমদার (বায়ে ) ও মোহাম্মদ হাবিবুল্লাহ ডন

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নির্বাচনে দেশের শীর্ষ ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদারসহ ৩২ জনের মনোনয়ন বাতিল করেছে এফবিসিসিআইয়ের নির্বাচনী বোর্ড। 

বুধবার (১২ জুলাই) বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে এফবিসিসিআইয়ের নির্বাচনী বোর্ড। এফবিসিসিআইয়ের নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান এ মতিন চৌধুরী এবং সদস্য কে এম এন মনজুরুল হক ও মো. শামসুল আলম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়।

এফবিসিসিআইয়ের নির্বাচনী বোর্ড মঙ্গলবার ২০২৩-২০২৫ সালে ফেডারেশনের পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য ১০৫ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করে। এর পাশাপাশি ঋণ ও করখেলাপি হওয়া এবং অন্যান্য কারণে মনোনয়ন বাতিল হওয়াদের তথ্যও জানানো হয়।

এসোসিয়েশন গ্রুপ  
কর ও ঋণ খেলাপি মো. শফিকুল ইসলাম ভরসা (ভোটার নাম্বার ১১২৯), মোহাম্মদ খোরশেদ আলম (ভোটার নাম্বার ১১৭৮), খন্দকার রুহুল আমিন (ভোটার নাম্বার ৫০৪), সৈয়দ শাদাৎ আলমাস কবির (ভোটার নাম্বার ২৪০) মোহাম্মদ মনসুর (ভোটার নাম্বার ৬২০), সাহাব উদ্দিন খান (ভোটার নাম্বার ৭৭২), খন্দকার রুহুল আমিন (৫০৪), নিজাম উদ্দিন রাজেশ (১৩৫৪),  হাজী মো. আব্দুল হাশেম (১১০৫), সিরাজুল ইসলাম (৬০৯), মো. রকিবুল আলম (১৩১৪), মিসেস সালমা হোসেন অ্যাশ (ভোটার নাম্বার ৫৭৩), মো.জাকির হোসেন (১৭৯০), তাহের আহমেদ সিদ্দিকী (ভোটার নাম্বার ৪৯৯), ফজলে শামিম এহসান (৬৩৮), মিস মৌসুমী ইসলাম (৩৬), মোহাম্মদ আনোয়ার হোসেন ( ভোটার নাম্বার ১৫৯৯), মো. আবুর হোসেন (ভোটার নাম্বার ৮৩৪), মো. নজরুল ইসলাম মজুমদার (ভোটার নাম্বার ১৩৫ ), মোহাম্মাদ আবুল বাশার ( ভোটার নাম্বার ১৬০),  খন্দকার এনায়েত উল্লাহ (১৩৪৫), কে, এম, আক্তারুজ্জামান (ভোটার নাম্বার ৬২৪), মোহাম্মদ হাবিবুল্লাহ ডন ( ভোটার নাম্বার ১২৬৪)  

চেম্বার গ্রুপের 
মিসেস হাসিনা নেওয়াজ (ভোটার নাম্বার ২), মো. আলী হোসেন (শিশির) (ভোটার নাম্বার ২৬৪), মো. শাহ জালাল (ভোটার নাম্বার ২৯৮), মোহাম্মদ রিয়াদ আলী (ভোটার নাম্বার ৩৬৮), মোহাম্মদ ফয়জুর রহমান ভুইয়া (ভোটার নাম্বার ৪২৫), মোহাব্বত উল্লাহ (ভোটার নাম্বার ৪৪০) 

চেম্বর গ্রুপের মনোনীত প্রার্থীদের মধ্যে 
মো. আবুল কাশেম খান (ভোটার নাম্বার ১১১), সামিউল হক সাফা (ভোটার নাম্বার ২৪৮), মোহাম্মদ নিয়াজ (ভোটার নাম্বার ৩০), সুজিব রাজন দাস (ভোটার নাম্বার ১৬১)। 

এসোসিয়েশন গ্রুপের প্রতিদ্বন্দ্বী 
আব্দুল হক (ভোটার নাম্বার ১৩৭৪), এনায়েত উল্লাহ সিদ্দিকী (ভোটার নাম্বার)। 

তবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আপিল করার সুযোগ পাবেন।

বিভি/এইচএস/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2