চড়া মাছ ও মুরগির বাজার, নিম্নমুখী চাল ও সবজির দাম

ছবি: সংগৃহীত
আবারও বেড়েছে মাছের দাম। কেজিতে ৫০ টাকা বেশিতে বিক্রি হচ্ছে সবধরনের মাছ। ইলিশের দাম কিছুটা কমলেও সাধারণের নাগালের বাইরে তা। মুরগিও বিক্রি হচ্ছে বেশি দামে। তবে চাল ও সবজির বাজার নিম্নমুখী।
থেমে থেমে বৃষ্টির কারণে দেশের বিভিন্ন জায়গায় বেড়েছে পানি। তবুও মাছের বাজারে নেই স্বস্তির কোনো খবর। কেজিতে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে বেশিরভাগ দেশি মাছের দাম। বিক্রেতারা বলছেন, মাছের সরবরাহ কমার কারনেই বাড়ছে দাম। তবে ইলিশের দাম কেজিতে ২০০ টাকা পর্যন্ত কমেছে। তবুও ২ হাজারের নিচে কোনো ইলিশ নেই।
মুদি বাজারে কিছুটা স্বস্তি। দাম না কমলেও নতুন করে কোনো কিছুর দাম বাড়েনি। তবে কিছুটা বাড়তির দিকে দেশি মসুর ডাল। আমদানির খবরে কমতির দিকে চালের বাজার।
সব ধরনের সবজির দামই কিছুটা কমেছে। দাম আরো কমার সম্ভাবনার কথা জানালেন বিক্রেতারা।
তবে বাড়তি দামেই ১৪৫ টাকা ডজন ডিম কিনতে হচ্ছে ক্রেতাদের। আর কেজিতে ১০ টাকা বেড়ে সোনালি মুরগি ৩২০ ও ব্রয়লার বিক্রি হচ্ছে ১৭০ টাকায়।
বিভি/এসজি
মন্তব্য করুন: