• NEWS PORTAL

  • শনিবার, ০৪ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইইউতে পোশাক রপ্তানি: চীনকে পেছনে ফেললো বাংলাদেশ

প্রকাশিত: ১৭:০২, ৮ আগস্ট ২০২৩

আপডেট: ১৭:০৩, ৮ আগস্ট ২০২৩

ফন্ট সাইজ
ইইউতে পোশাক রপ্তানি: চীনকে পেছনে ফেললো বাংলাদেশ

ইউরোপীয় ইউনিয়নের বাজারে তৈরি পোশাক রপ্তানির পরিমাণের দিক থেকে প্রথমবারের মতো চীনকে অতিক্রম করে শীর্ষে বাংলাদেশ। অবশ্য টাকার অংকে এখনও চীনের চেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।


ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা স্টাটিস্টা এর সবশেষ তথ্য অনুযায়ী ২০২২ সালে বাংলাদেশ ১৩৩ কোটি কেজি ওজনের কাপড় রপ্তানি করেছে। একই সময়ে চীন ইউরোপের বাজারে রপ্তানি করেছে ১৩১ কোটি কেজি ওজনের তৈরি পোশাক।

তবে প্রতি কেজি কাপড়ের দাম হিসাব করলে রপ্তানি আয়ের হিসাবে বেশ পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ইইউর দেশগুলোতে গত বছর ৩ হাজার ১৫ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে চীন। বাংলাদেশ রপ্তানি করেছে ২ হাজার ২৮৯ কোটি ডলারের।

অবশ্য আগের বছরগুলোর তুলনায় বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি বেশ ভালো। গত বছর অর্থমূল্যে বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল প্রায় ৩৬ শতাংশ, যেখানে চীনের এ হার ১৭ শতাংশ। ইইউতে রপ্তানিতে সব দেশের মধ্যে বাংলাদেশের প্রবৃদ্ধিই সবচেয়ে বেশি।

২০২১ সালে বাংলাদেশ থেকে রপ্তানি করা প্রতি কেজি তৈরি পোশাকের দাম ছিল ১৫.৪১ ডলার, ২০২২ সালে সেটি বেড়ে দাঁড়িয়েছে ১৭.২৭ ডলারে।

মন্তব্য করুন: