• NEWS PORTAL

বুধবার, ০৪ অক্টোবর ২০২৩

প্রণোদনা ও নগদ সহায়তা দেয়ার ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত: ১৭:০১, ১৮ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৭:০১, ১৮ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
প্রণোদনা ও নগদ সহায়তা দেয়ার ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক

বস্ত্রখাতের প্রতিষ্ঠানগুলোকে প্রণোদনা ও নগদ সহায়তা নেওয়ার ক্ষেত্রে আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট এসোসিয়েশনের প্রত্যায়ন বা সনদপত্র সংযুক্ত করে আবেদন করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৮ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-এর পরিচালক (এফইপিডি) মো. সারোয়ার হোসেন স্বাক্ষরিত এক সার্কুলারে এই নির্দেশনা জারি করা হয়। 

সার্কুলারে বলা হয়েছে, বিশেষায়িত অঞ্চলে অবস্থিত বস্ত্রখাতের টাইপ-এ ও টাইপ-বি প্রতিষ্ঠানের রপ্তানি প্রণোদনা/নগদ সহায়তার আবেদনের ক্ষেত্রে বাংলাদেশ টেরিটাওয়েল ও লিলেন ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন কর্তৃক তাদের সদস্যদের অনুকূলে ইস্যুকৃত প্রত্যয়ন সনদপত্র (ফরম খ-১ অনুসারে) গ্রহণযোগ হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠান কর্তৃক উপরোল্লিখিত এফই সার্কুলারের আওতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ (বেপজা ও বেজা) অথবা বাংলাদেশ টেরিটাওয়েল ও লিলেন ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন-এর মধ্যে যে কোনো একটি প্রতিষ্ঠান থেকে ইস্যুকৃত প্রত্যয়ন সনদ আবেদনপত্রে সঙ্গে জমা দিতে হবে। 

একই নির্দেশনা জাহাজীকৃত পণ্যের ক্ষেত্রেও কার্যকর হবে বলে বাংলাদেশ ব্যাংককের নতুন এই সার্কুলারে ‍উল্লেখ করা হয়েছে। 

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত