কোথাও মিলছে না ডিম সরকার নির্ধারিত দামে

কোথাও মিলছে না ডিম সরকার নির্ধারিত দামে। বাণিজ্য মন্ত্রণালয়ের ভারত থেকে ডিম আমদানির অনুমতির প্রভাব নেই পাইকারি- খুচরা কোনো বাজারেই। খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারিতে না কমলে খুচরা বাজারে দাম কম রাখার সুযোগ নেই।
দাম ধরে দেয়া এবং ভারত থেকে আমদানির অনুমতির পরও নিয়ন্ত্রণ আসার লক্ষণ নেই ডিমের বাজারে। রাজধানীর খুচরা বাজারে প্রতিপিস ডিমের দাম সাড়ে বারো টাকা। হালি ৫০ টাকা। অথচ সরকার নির্ধারণ করেছে ৪৮ টাকা হালি।
নিত্যপণ্যের দামে কাহিল ক্রেতাদের কাছে পরিস্থিতি অসহনীয়। তারপরও সইতে বাধ্য তারা।
খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজার থেকে ডিম বেশি দামে কেনায়, গাড়ি ভাড়াসহ আনুসঙ্গিক খরচ দিয়ে এর চেয়ে কম দামে বিক্রি করা সম্ভব নয়।
রাজধানীর পাইকারি বাজার তেজগাঁয়ে প্রতি পিস ডিম বিক্রি হয় ১১ টাকা ৪০ পয়সা থেকে ১১ টাকা ৭০ পয়সা পর্যন্ত।
আমদানি অনুমোদিত ডিম বাজারে না আসা পর্যন্ত এর দাম কমানোর সুযোগ নেই বলে দাবি পাইকারি ব্যবসায়ীদের।
বিভি/রিসি
মন্তব্য করুন: