• NEWS PORTAL

সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩

হঠাৎ বাংলাদেশ ব্যাংক গভর্নরের গোপন ব্রিফিং

প্রকাশিত: ১৮:২৯, ১৯ নভেম্বর ২০২৩

আপডেট: ১৮:৪১, ১৯ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
হঠাৎ বাংলাদেশ ব্যাংক গভর্নরের গোপন ব্রিফিং

হঠাৎ করেই চারটি বেসরকারি টেলিভিশন একাত্তর টিভি, সময় টেলিভিশন, চ্যানেল আই এবং এনটিভিকে ডেকে গোপন ব্রিফিং করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

রবিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় এই চারটি টেলিভিশন নিয়ে গোপন ব্রিফিং করেছেন গভর্নর। ব্রিফিংয়ের বিষয়ে জানতে চাইলেও এনিয়ে মুখ খোলেনি কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্রের দপ্তর। 

ওই সময় বাংলাদেশ ব্যাংকে প্রথম সারির কয়েকটি প্রিন্ট ও অনলাইন সংবাদপত্রের সংবাদকর্মীরা উপস্থিত থাকলেও তাদের ব্রিফিংয়ে ঢুকতে দেওয়া হয়নি। 

এনিয়ে বাংলাদেশ ব্যাংকে উপস্থিত পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিকরা প্রতিবাদ জানিয়েছে। তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বিটে কর্মরত সাংবাদিকরা। 

মুখপত্রের দপ্তর সূত্রে জানা যায়, শুধু চারটি টেলিভিশনকে ডাকার নির্দেশনা দেয়া হয়েছে। ওই সময় বাংলাদেশ ব্যাংকে চ্যানেল ২৪, দৈনিক আমার সংবাদ, আজকের পত্রিকা, প্রতিদিনের বাংলাদেশ, শেয়ারবিজ, দেশ রূপান্তর, এখন টিভি এবং ঢাকা টাইমসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে তাদেরকে ব্রিফিংয়ে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়নি। 

দৈনিক কালবেলা ও বিডিনিউজের প্রতিবেদকরাও ব্যাংকে ছিলেন বলে জানা গেছে। তাদেরকেও ব্রিফিং সম্পর্কে কিছুই জানানো হয়নি বলে তারা অভিযোগ করেছেন। 

বিভি/এইচএস

মন্তব্য করুন: