• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

স্বর্ণের দাম নিয়ে সুখবর দিলো বাজুস

প্রকাশিত: ২২:৩৮, ৮ মে ২০২৫

ফন্ট সাইজ
স্বর্ণের দাম নিয়ে সুখবর দিলো বাজুস

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩ হাজার ১৩৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭১ হাজার ৮১১ টাকা। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। আগামীকাল শুক্রবার (৯ মে) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বৃহস্পতিবার (৮ মে) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ৬ ও ৭ মে দুইদফা স্বর্ণের দাম বাড়ানো হয়। দুই দিনে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে বাড়ানো হয় ৫ হাজার ৯৭২ টাকা। এই দাম বাড়ানোর আগে ৪ মে ও ২৩ মে দুই দফা স্বর্ণের দাম কমানো হয়। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই দফায় কমানো হয় ৮ হাজার ৯১২ টাকা।

এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৩৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭১ হাজার ৮১১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৯ টাকা কমিয়ে এক লাখ ৬৩ হাজার ৯৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৫৬৬ টাকা কমিয়ে নতুন দাম এক লাখ ৪০ হাজার ৫৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৯৩ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ১৬ হাজার ২৬৭ টাকা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: