খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের নতুন রোড ম্যাপ

খেলাপি ঋণ কমাতে নতুন ‘রোড ম্যাপ’ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানানো হয়েছে।
আগামী ২০২৬ সালের জুন মাসের মধ্যে দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণের হার ৮ শতাংশে নামিয়ে আনতে চায় বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি ঋণ পরিশোধে আর কোনো বাড়তি সুবিধা দেওয়া হবে না।
এদিন বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভা শেষে ‘দেশের ব্যাংকিং খাতের শ্রেনিকৃত ঋণ হ্রাস এবং কর্পোরেট সুশাসন নিশ্চিত করার’ রোডম্যাপ প্রকাশ করা হয়।
এতে বলা হয়, অর্থ ঋণ আদালত আইন-২০২৩ এর আওতায় বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতিতে আদালতের বাইরে মামলা নিষ্পত্তির জন্য ব্যাংকগুলোকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিবে বাংলাদেশ ব্যাংক।
একইসঙ্গে ব্যাংকগুলোর বিদ্যমান লিগ্যাল বা আইন বিভাগকে শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক।
বিভি/এইচএস
মন্তব্য করুন: