• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠছে বাংলাদেশ: অর্থমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২১, ১২ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠছে বাংলাদেশ: অর্থমন্ত্রী 

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী দাবি করেছেন, অর্থনৈতিক সংকট কাটিয়ে বাংলাদেশ আবারও উন্নয়নের ট্র্যাকে ফিরতে শুরু করেছে। বাড়ছে দেশের রিজার্ভও। 

সোমবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকের এ তথ্য জানান অর্থমন্ত্রী। বলেন, বাংলাদেশ এখন একটা-দুইটা দাতা সংস্থার ওপর নির্ভর করছে না।

এদিকে, সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্রান্স সরকারের জলবায়ু বিষয়ক বিশেষ দূত স্টিফেন ক্রোজা। 

এ সময় তিনি জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ঋণ ও অনুদান মিলিয়ে বাংলাদেশকে এক বিলিয়ন ইউরো আর্থিক সহায়তা দিতে চায় ফ্রেন্স ডেভেলপমেন্ট এজেন্সি। ফ্র্যান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বাংলাদেশের উন্নয়নে পাশে আছেন বলেও জানান তিনি।

অন্যদিকে, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট- ইফাদের আবাসিক প্রতিনিধি আর্নো হ্যামেলিয়ার্স জানিয়েছেন, বাংলাদেশের কৃষিতে ৭৩ প্রকল্পে চার বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে

বিভি/রিসি

মন্তব্য করুন: