• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ঈদে মনের মতো সাজতে নারীদের নজর এখন মেকআপ পণ্যে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৩, ২ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
ঈদে মনের মতো সাজতে নারীদের নজর এখন মেকআপ পণ্যে

ঈদের দিনে সাজে একটু অনন্য হওয়ার আকাঙ্ক্ষা নারীদের অনেকের। এবারের ঈদ গরমের মধ্যে পড়ায় এই রূপ সচেতন নারীদের অনেকে মেকআপ পণ্য কিনছেন নির্ভরযোগ্য কার্নিশিয়ার শো-রুম থেকে। সেখানে কেনাকাটায় রয়েছে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক অফার।

ঈদের সদাই শুধু জামা-জুতাই নয়। মনের মতো সাজতেও হয়। এবারের ঈদ গরমে পড়ায় সাজে প্রাকৃতিক ভাবটা বেশি রাখাতে চাচ্ছেন ফ্যাশনপ্রেমীরা। পছন্দের ব্র্যান্ডের জন্য বেছে নিচ্ছেন নির্ভরযোগ্য শো-রুম।

ভালো মানের ফাউন্ডেশন, কনসিলার, ব্লাশন, কাজল, মাসকারা, আইশ্যাডো, লিপস্টিক কিনতে তাদের অনেকের ভরসা মিরপুর ২ নম্বরের কার্নিশিয়া শো-রুমটি। ঈদ উপলক্ষে বিভিন্ন পণ্যে অফারের পাশাপাশি কার্নিশিয়ায় বিকাশ পেমেন্টে মিলছে ৫ শতাংশ ক্যাশব্যাকসহ ৫০০ টাকা পর্যন্ত কুপন অফার। এমন অফারে খুশি ক্রেতারা।

বিকাশের দেয়া ক্যাশব্যাক অফারে কাস্টমারদের আগ্রহ বেড়েছে বলে জানান শো-রুমের বিক্রয়কর্মী।

কেনাকাটায় বিকাশের এ অফার চলবে ১০ এপ্রিল পর্যন্ত।
 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2