• NEWS PORTAL

  • শনিবার, ১৮ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

`সারা বিশ্বে মূল্যস্ফীতি কমলেও বাংলাদেশ তা নিয়ন্ত্রণে ব্যর্থ`

প্রকাশিত: ১৫:২৭, ৫ মে ২০২৪

ফন্ট সাইজ
`সারা বিশ্বে মূল্যস্ফীতি কমলেও বাংলাদেশ তা নিয়ন্ত্রণে ব্যর্থ`

ছবি: ড. দেবপ্রিয় ভট্টাচার্য

সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডির সম্মানীয় ফেলো  ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সারা বিশ্বে মূল্যস্ফীতি কমলেও বাংলাদেশ তা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে । অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি মানুষের জীবনমানে আঘাত করেছে বলে মন্তব্য করেন তিনি।

রাজধানীর একটি হোটেলে ' সিপিডি আয়োজিত 'নতুন সরকার, জাতীয় বাজেট ও জনমানুষের প্রত্যাশা’ শীর্ষক নীতি সংলাপে এসব কথা বলেন তিনি। ড. দেবপ্রিয় বলেন, দেশে ঋণের ঝুঁকি বেড়েছে। এটি শুধু বিদেশি ঋণের ক্ষেত্রে নয়, অভ্যন্তরীণ ঋণেও একই পরিস্থিতি।

বাজেট নিয়ে সরকারের কাছে ৬৪ শতাংশ মানুষের কোনো প্রত্যাশা নেই সিপিডির গবেষণায় উঠে এসেছে বলে জানান তিনি। যে প্রক্রিয়ায় সরকার রাষ্ট্র ক্ষমতায় এসেছে তাতে বাজেটে নাগরিক জনতুষ্ঠি বিষয় সেভাবে নেই বলে মন্তব্য করেন ড. দেবপ্রিয়।

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2