• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

জিডিপি নয় অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর জোর দেয়ার পরামর্শ গভর্নরের

প্রকাশিত: ১৪:০৫, ৯ জুলাই ২০২৪

আপডেট: ১৪:১৪, ৯ জুলাই ২০২৪

ফন্ট সাইজ
জিডিপি নয় অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর  জোর দেয়ার পরামর্শ গভর্নরের

দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি পাঁচ শতাংশ অর্জনকেই যথেষ্ট বলে মনে করেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। তার মতে, শুধু জিডিপির অর্জনের দিকে বেশি মনোযোগ না দিয়ে অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর জোর দেয়া উচিত।  

রাজধানীতে উন্নয়ন সমন্বয় কার্যালয়ে 'বাজেট ২০২৪-২৫: তরুণদের ভাবনা' শীর্ষক মুক্ত সংলাপে এসব বলেন তিনি। 

ড. আতিউর রহমান বলেন, এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া উচিত মূল্যস্ফীতি কমানোতে। এজন্য সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করতেই হবে। ব্যাংক সুদের হার বেশি না হলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় বলে মনে করেন তিনি। একই সাথে নিশ্চিত করতে হবে পণ্যের সরবরাহ। বতর্মানে দেশের ১৮ জেলায় বন্যা হচ্ছে উল্লেখ করে ড. আতিউর রহমান বলেন, সামাজিক সুরক্ষা খাতে বাজেট বরাদ্দ খুবই গুরুত্বপূর্ণ।  

বিভি/রিসি

মন্তব্য করুন: