• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ব্যাংকিং খাতের সংকট কাটাতে হবে শক্তিশালী তিন টাস্কফোর্স

প্রকাশিত: ২৩:০৯, ৪ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
ব্যাংকিং খাতের সংকট কাটাতে হবে শক্তিশালী তিন টাস্কফোর্স

ব্যাংকিং খাতের সংকট কাটাতে শক্তিশালী তিনটি টাস্কফোর্স গঠনের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, ঋণখেলাপিদের অর্থ-সম্পদ জব্দ করে ঋণের অর্থ উদ্ধার করা হবে। যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রসহ যে চারটি দেশে বেশি টাকা পাচার হয়েছে, তা দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার সহায়তায় ফেরত আনা হবে। সবমিলিয়ে এক বছরের মধ্যে ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার আশা গভর্নরের।

ব্যাংক দখল, লুটপাট ও ঋণ জালিয়াতিসহ বিভিন্ন অনিয়মে বিপর্যস্ত দেশের ব্যাংকিং খাত। এ খাতটিকে ঢেলে সাজানোর উদ্যোগ হিসেবে বিভিন্ন ব্যাংকের শীর্ষ নির্বাহীদের বুধবার (৪ সেপ্টেম্বর) প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকে ডাকেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। 

ব্যাংকার্স বৈঠক নামে পরিচিতি এ সভায় নতুন গভর্নর এমডিদের কী নির্দেশনা দিলেন, সেটাই জানান ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন-এবিবি'র সভাপতি। টাস্কফোর্স গঠন ছাড়াও, দুর্বল ব্যাংকগুলোর তারল্য সংকট কিভাবে কাটতে পারে সেই উপায় বাতলে দেন গভর্নর। জানান, নতুন টাকা না ছাপিয়েও খাদের কিনারে থাকা ব্যাংকগুলোতে সীমিত অর্থ ধার দেবে কেন্দ্রীয় ব্যাংক। 

এস আলমের সাড়ে তিন হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির তথ্য দুদকে দেয়া প্রসঙ্গে গভর্নর জানান, দুদক নয়, বাংলাদেশ ব্যাংকই ধরবে এস আলমকে। মূল্যস্ফীতি না কমা পর্যন্ত পলিসি রেট বাড়ানো হবে বলেও জানান গভর্নর। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2