দেশের ১০টি ব্যাংক দেউলিয়া হয়ে আছে: গভর্নর
দেশের ১০টি ব্যাংক দেউলিয়া হয়ে আছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এ ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়াতে সবরকম সহায়তা দেয়া হবে। এসব ব্যাংক দেউলিয়া হলেও গ্রাহকরা যাতে অর্থ ফেরত পান সেজন্য আমানতের বীমা দ্বিগুণ বাড়িয়ে দুই লাখ টাকা করার কথাও জানান তিনি।
রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় ব্যাংকে এক ব্রিফিংয়ে এ কথা বলেন গভর্নর। তিনি জানান, বাংলাদেশ ব্যাংক ডিপোজিট ইন্স্যুরেন্স এক লাখ টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করেছে। এই সিদ্ধান্তের ফলে দেশের প্রায় ৯৫ শতাংশ ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের জমাকৃত অর্থের প্রায় শতভাগ ফিরে পাবেন, এমন আশা গভর্নরের।
তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংকের আগের সব নীতি পর্যালোচনা করা হবে। প্রয়োজনে ব্যাংক কোম্পানি আইনও সংশোধন হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ঋণ প্রবাহ বাড়াতে যথাযথ উদ্যোগ নেয়ার পাশাপাশি ব্যাংকিং খাত ঠিক করতে তিনটি টাস্কফোর্স গঠনের কথাও জানান গভর্নর। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত কোন প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট স্থগিত করেনি। কেউ এমন প্রচারণা চালালে সেটা নিছকই গুজব। নতুন করে আর কোনো ব্যাংক দেউলিয়া হওয়ার শঙ্কা নেই বলেও জানান গভর্নর।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: