• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কোন প্রকার জামানত ছাড়াই মিলবে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ

ব্যাংকের সঙ্গে ভালো সম্পর্কেই ঋণ পাবে প্রবাসীর পরিবার

প্রকাশিত: ০০:১০, ৩ অক্টোবর ২০২৪

আপডেট: ০০:১২, ৩ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
ব্যাংকের সঙ্গে ভালো সম্পর্কেই ঋণ পাবে প্রবাসীর পরিবার

ফাইল ছবি

কোন প্রকার জামানত ছাড়া শুধুমাত্র ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন প্রবাসী পরিবারের সদস্যরা। এক্ষেত্রে ব্যাংকিং চ্যানেলে যেসব প্রবাসী রেমিট্যান্স পাঠাবেন শুধু তাদের পরিবারের সদস্যরাই এই ঋণ পাবেন বলে জানা গেছে। বুধবার (২ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মূলত, ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে বৈধ মাধ্যমে রেমিট্যান্সের প্রবাহ বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশে বসবাসকারীদের প্রবাসীদের পরিবারের সদস্যদের আর্থিক সুবিধা বাড়ানোর লক্ষ্যে ব্যাংকগুলো এখন থেকে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সঠিক উদ্দেশ্যে প্রবাসীদের ঋণ দিতে পারবে। তবে এসব প্রবাসী ঋণগ্রহীতাদের আনুষ্ঠানিক চ্যানেলে নিয়মিত রেমিট্যান্স পাঠানোর রেকর্ড থাকতে হবে। ঋণের পরিমাণ সর্বোচ্চ ১০ লাখ টাকা বা তার কম হবে।

এছাড়াও, ব্যাংক থেকে যেসব প্রবাসী পরিবার ঋণ নেবেন তাদের পাঠানো রেমিট্যান্স থেকে ঋণের কিস্তি পরিশোধ করতে হবে। এক্ষেত্রে ঋণের প্রচলিত নিয়ম ও বিধিবিধান অনুসরণ করবে ব্যাংকগুলো। সুদের হার হবে বাজারভিত্তিক। এসব ঋণে প্রবাসীরা বাড়ি নির্মাণসহ অন্যান্য কাজেও খরচ করতে পারবেন। ব্যাংকগুলো প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর রেকর্ড থেকে কোন গ্রাহক কত ঋণ পেতে পারে তা নির্ধারণ করবেন। তবে এক্ষেত্রে জামানতের বিষয়ে কোনো কড়াকড়ি নেই। শুধু দেখা হবে প্রবাসী ব্যাংকিং চ্যানেলে নিয়মিত রেমিট্যান্স পাঠাচ্ছেন কিনা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2