কাঁচা মরিচের দামের ঝালে দিশেহারা ক্রেতারা

কাঁচা মরিচের দামের ঝালে দিশেহারা ক্রেতারা। কেজিতে ১৬০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৬০ টাকায়। বন্যার অজুহাতে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। কেজিতে ৪০০ থেকে ৫০০ টাকা বেড়েছে ইলিশের দাম। ডিমের দামও বাড়তি ডজনে ১০ টাকা। ডাল ও ভোজ্যতেলের সরবরাহ কমার অজুহাতে ঊর্ধ্বমুখী পণ্য দুটির দাম।
দেশের উত্তরাঞ্চলে বন্যার প্রভাব পরেছে রাজধানীর কাঁচাবাজারে। সরবরাহ কমার অজুহাতে ২০০ টাকা কেজির কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩৬০ টাকায়। একই যুক্তিতে পটল, দুন্দুল, করলার মতো সবজিগুলোর দাম কেজিতে ১০ টাকা বেড়েছে বলে জানান বিক্রেতারা। ক্রেতারা বলছেন বাজার তদারকির অভাবেই বাড়ছে পণ্যের দাম।
ডিমের দামে অস্থিরতা লেগেই আছে। নতুন করে ডজনে বেড়েছে ১০ টাকা। পাইকারি পর্যায়ে ১৬৫ টাকা বিক্রি হলেও খুচরা বাজারে কিনতে গুনতে হচ্ছে ১৭৫ থেকে ১৮০ টাকা। ব্রয়লার মুরগি ১০ টাকা বেড়ে ১৯০ টাকা কেজি এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৬০ টাকা কেজিতে।
মধ্যবিত্তের নাগালের বাইরে ইলিশ। কেজিতে ৫শ টাকা পর্যন্ত বেড়ে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৯০০ থেকে ২০০০ টাকা। বিক্রেতারা অন্যান্য মাছের দর কমার কথা বললেও ক্রেতারা বলছেন উল্টা কথা।
ভোজ্যতেলের সরবরাহ ঠিক না থাকায় ২০ টাকা বেড়ে ৫ লিটার তেল বিক্রি হচ্ছে ৭৯০ থেকে ৮১০ টাকা। বেড়েছে ডালের দামও।
বিভি/টিটি
মন্তব্য করুন: