• NEWS PORTAL

  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

প্রথমবারের মতো দেশ থেকে বাস রপ্তানি কার্যক্রম শুরু করল ইফাদ অটোস

প্রকাশিত: ১০:৪৭, ২৭ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
প্রথমবারের মতো দেশ থেকে বাস রপ্তানি কার্যক্রম শুরু করল ইফাদ অটোস

পুঁজিবাজারে তালিকাভুক্ত অটোমোবাইল খাতের প্রতিষ্ঠান ইফাদ অটোস পিএলসি প্রথমবারের মতো বাস রপ্তানি শুরু করেছে। এই রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে চলতি সপ্তাহে। প্রাথমিক চালানে ভুটানে রপ্তানি করা হচ্ছে ১১টি এসি বাস। এসি বাসগুলোর বডি প্রস্তুত করা হয়েছে ইফাদ অটোস নিজস্ব ম্যানুফ্যাকচারিং কারখানায়। গতকাল শনিবার (২৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি বাস রপ্তানির এ তথ্য জানিয়েছে।

রপ্তানি কার্যক্রম সম্পর্কে ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ সব সময় বাস আমদানিই করেছে। ইফাদ অটোসের হাত ধরে বাংলাদেশ প্রথমবারের মতো রপ্তানি করায় ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো। 

তিনি বলেন, ‘বাংলাদেশের অটোমোবাইল শিল্পের জন্য এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে ইফাদ অটোস পিএলসি। সরকারের সহায়তা পেলে আরও অনেক দেশে বাস রপ্তানি করা সম্ভব হবে।’ ইতোমধ্যেই মালদ্বীপ, নেপাল, মিয়ানমার এবং ভারতের সেভেন সিস্টার খ্যাত রাজ্যগুলো আমাদের থেকে এসি, নন-এসি বাস নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি।

ইফতেখার আহমেদ টিপু আরও বলেন, ‘বাংলাদেশে বিগত কয়েক বছরে ভারী যানবাহনের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ি আমদানি বাবদ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে। বিষয়টি বিবেচনায় রেখে ইফাদ অটোস লিমিটেড গাড়ি ম্যানুফ্যাকচারিং কারখানা স্থাপন করে।’

তিনি বলেন, কারখানাটি শুরুতে গাড়ি সংযোজন করলেও পরে বিশ্বমানের এসি, নন-এসি লাক্সারি বাস উৎপাদন শুরু করে।

ইফাদ অটোস পিএলসি ইফাদ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ই। ১৯৮৫ সাল থেকে অশোক লেল্যান্ড ব্র্যান্ডের বিভিন্ন মডেলের এসি, নন-এসি বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বাংলাদেশে বাজারজাত করছে। ইফাদ অটোস লিমিটেড ঢাকার ধামরাইয়ে গাড়ি ম্যানুফ্যাকচারিং কার্যক্রম শুরু করে ২০১৭ সালের শুরুতে অশোক লেল্যান্ডের কারিগরি সহযোগিতায়। এটি বেসরকারি উদ্যোগে দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক গাড়ি ম্যানুফ্যাকচারিং কারখানা।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2