• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পাচারের টাকা আপনাদের দেশ থেকে ফেরত চাই: ব্রিটিশ হাইকমিশনারকে মাহফুজ

প্রকাশিত: ১৮:৩০, ৪ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৮:৩১, ৪ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
পাচারের টাকা আপনাদের দেশ থেকে ফেরত চাই: ব্রিটিশ হাইকমিশনারকে মাহফুজ

বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফেরত আনতে এবং স্বৈরাচারী শেখ হাসিনার রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি সচল করতে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহফুজ আলম। তিনি বলেন, 'পাচার হওয়া টাকা আমাদের দেশ থেকে আপনার দেশে চলে গেছে। আমাদের অর্থনীতি চালানোর জন্য আমরা সেই অর্থ ফেরত চাই।'

বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সাক্ষাৎ করতে এলে তিনি এ সহায়তা চান।

সাক্ষাতে মাহফুজ আলম নির্বাচন প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টিতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন। উপদেষ্টা বলেন, এটি আমাদের বিপ্লব, আমাদের এটি রক্ষা করতে হবে।

তিনি বলেন, জুলাই বিপ্লবের আর্দশ ছিল মর্যাদাপূর্ণ। বহু বছর ধরে বাংলাদেশের জনগণের মর্যাদা ছিল না। সুতরাং এই বিপ্লবের সঙ্গে তাদের আবেগ জড়িত। এই দেশের জনগণ সমতা এবং ন্যায়বিচারের জন্য লড়াই করেছে।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ভবিষ্যতের পথ তৈরিতে অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাজ্যের সমর্থনের কথা তুলে ধরেন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2