• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ফের ২১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে রিজার্ভ! 

প্রকাশিত: ১৮:৩৫, ৩ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
ফের ২১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে রিজার্ভ! 

ছবি: ফাইল ফটো

গেলো ডিসেম্বরে দেশে রেকর্ড রেমিট্যান্স এসেছে। যার পরিমাণ ২৬৩ কোটি ৯০ লাখ ডলার। এর প্রভাবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে আবার ২১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিনের শুরুতে দেশের নিট রিজার্ভ ছিলো ২ হাজার ১৩৬ কোটি ডলার বা ২১ বিলিয়ন ডলারের ওপরে। একই দিনে গ্রস রিজার্ভ ছিলো ২ হাজার ৬২০ কোটি ডলারের উপরে।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য বলছে, গত নভেম্বরের শেষ দিকে দেশের নিট রিজার্ভ ছিলো ২ হাজার ১৮ কোটি ডলার ও গ্রস রিজার্ভ ছিলো ২ হাজার ৪৯৭ কোটি ডলার। বৃহস্পতিবার দিনের শুরুতে দেশের নিট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৬ কোটি ডলার ও গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬২০ কোটি ডলারের ওপরে। ফলে এক মাসের ব্যবধানে অর্থাৎ ডিসেম্বরে দেশের নিট রিজার্ভ বেড়েছে ২৬২ কোটি ডলার ও গ্রস রিজার্ভ বেড়েছে ১৭৪ কোটি ডলার।

এর আগে, গত নভেম্বরের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দেনা বাবদ ১৫০ কোটি ডলার পরিশোধের পর নিট রিজার্ভ ১ হাজার ৮৪৪ কোটি ডলারে নেমে আসে। তারপর থেকে রেমিটেন্স ও রফতানি আয় থেকে ডলার রিজার্ভে যোগ হওয়ার কারণে আবার তা বেড়েছে। 

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশে রেমিটেন্স প্রবাহ বাড়তে শুরু করে। ডিসেম্বরে রেকর্ড গড়ে ইতিহাসের সর্বোচ্চ  রেমিটেন্স এসেছে যার পরিমাণ ২৬৪ কোটি ডলার। 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2