বিশ্ববাজারে টানা তৃতীয় দফায় কমলো পাম অয়েলের দাম

বিশ্ববাজারে মালয়েশিয়ান পাম অয়েলের দাম টানা তৃতীয় দিনের মতো কমেছে। বাণিজ্য বিশ্লেষকদের মতে, সয়াবিন ও সূর্যমুখী তেলের মতো প্রতিদ্বন্দ্বী ভোজ্যতেলের দরপতনের পাশাপাশি অপরিশোধিত তেলের দুর্বল বাজারের প্রভাবেই এই ধারাবাহিক পতন দেখা যাচ্ছে।
বুধবার (৩০ এপ্রিল) সকালে বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে জুলাই মাসের সরবরাহযোগ্য বেঞ্চমার্ক পাম অয়েল চুক্তির দর ৫৪ রিঙ্গিত বা ১.৩৭ শতাংশ কমে প্রতি মেট্রিক টন দাঁড়ায় ৩ হাজার ৮৮৯ রিঙ্গিত, যা ডলারে প্রায় ৯০০.২৩। গত তিন দিনে এ নিয়ে পাম অয়েলের দরপতন হলো প্রায় ২.৮ শতাংশ।
বিশ্লেষকদের ভাষ্য, ভারতের মতো বড় আমদানিকারক দেশে ভোজ্যতেলের চাহিদা কিছুটা ধীরগতির হওয়ায় বাজারে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। অপরদিকে, সয়াবিন তেলের দর শিকাগো বোর্ড অফ ট্রেডে কমেছে, আর সূর্যমুখী তেল ইউক্রেন ও রাশিয়ার রপ্তানি বাড়ায় বাড়তি সরবরাহের চাপে পড়েছে।
এ ছাড়া অপরিশোধিত জ্বালানি তেলের দামও কমতির দিকে, ফলে বায়োডিজেল উৎপাদনে পাম অয়েলের ব্যবহার কমে গেছে। জ্বালানি খাতে চাহিদা কমলে পাম অয়েলের ওপর চাপ পড়ে, যা বর্তমানে মূল্য পতনের একটি বড় কারণ।
বিশ্ববাজার পর্যবেক্ষকরা মনে করছেন, যদি চীন বা ভারত থেকে বড় আকারের আমদানির ঘোষণা না আসে অথবা যদি অপরিশোধিত তেলের দাম পুনরায় না বাড়ে, তাহলে সামনের সপ্তাহগুলোতেও পাম অয়েলের বাজার দুর্বল থাকতে পারে।
সূত্র: বিজনেস রেকর্ডার
বিভি/টিটি
মন্তব্য করুন: