• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ব্যবসায়ীদের কর ছাড় নেওয়ার মানসিকতা থেকে বের হওয়ার আহ্বান

প্রকাশিত: ১৫:৪৯, ৩০ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
ব্যবসায়ীদের কর ছাড় নেওয়ার মানসিকতা থেকে বের হওয়ার আহ্বান

ছবি: অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ

ব্যবসায়ীদের কর ছাড় বা রেয়াত নেওয়ার মানসিকতা থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

বুধবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪৫ তম সভায় এ আহ্বান জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফ-বিশ্বব্যাংকসহ উন্নয়ন সহযোগীদের কাছে যাওয়া শুধু সরকারের জন্য নয়, বেসরকারি খাত ও ব্যবসার উন্নয়নেও সহায়তা চাওয়া হচ্ছে।

তিনি জানান, ভুল ত্রুটি থাকবে। এরপরও সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে চেষ্টা করছে সরকার। কোনো কাজ করতে গিয়ে গালমন্দ খেতে হলেও এর পেছনে সরকারের বিশেষ কোনো এজেন্ডা নেই বলে উল্লেখ করেন তিনি। রাজস্ব আয় বাড়াতে ব্যবসায়ীরা সহানুভূতিশীল হলে সরকারও সহানুভূতিশীল হবে বলে জানান অর্থ উপদেষ্টা।

সরকারকে কর দিলেই রেয়াত বা সুবিধা নিতে হবে, এমন ধারণা পরিহারের আহ্বান জানান ড. সালাহ উদ্দিন আহমেদ। 

বিভি এ/আই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2