দাম বেড়েছে চালের, স্বস্তি সবজি বাজারে
![দাম বেড়েছে চালের, স্বস্তি সবজি বাজারে দাম বেড়েছে চালের, স্বস্তি সবজি বাজারে](https://www.bvnews24.com/media/imgAll/2024April/10012025-11-2501100822.jpg)
বাজারে চালের পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও এক মাসের ব্যবধানে চিকন চালের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। অপরিবর্তিত রয়েছে মোটা চালের দাম। তবে হঠাৎই এলাচের দাম আকাশচুম্বী। একমাসে দাম বেড়েছে ১০০০ টাকা। তবে স্বস্তি রয়েছে সবজির বাজারে।
মোটা চাল, ডাল ও সবজির মতো নিত্যপণ্যের দাম গেল কয়েক মাসের তুলনায় কিছুটা কমেছে রাজধানীর বাজারগুলোতে। তবে চালের পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও চিকন চালের দাম নিয়ে এখনও অভিযোগ রয়েছে। রাজধানীর কাওরান বাজারে চালের বাজার ঘুরে দেখা গেছে, এক মাসের ব্যবধানে চিকন চালের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। তবে আটাশ জাতের মোটা চালের দাম অপরিপির্তিত রয়েছে। কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকায়।
মসুরডাল বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। তবে বাজার ভেদে একই ডালের দাম কেজিতে ২ থেকে ৫ টাকা পর্যন্ত ওঠা নামা করছে। অস্বাভাবিক বেড়েছে এলাচের দাম।
ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকায়। সোনালী ও কক বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩২০ থেকে ৩৫০ টাকা। হাঁস পিছ প্রতি ৭০০ থেকে ৮০০ টাকা। প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়।
সবজির বাজারে প্রতি পিছ ফুলকপি ও ব্রককোলি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা। কেজিপ্রতি আলু বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা আর ৫০ টাকায় টমেটো।
নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার তদারকির পরামর্শ ভোক্তাদের।
বিভি/এসজি
মন্তব্য করুন: