• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রিজার্ভ ছাড়িয়েছে ২৭ বিলিয়ন ডলার

প্রকাশিত: ১৬:২৮, ১ মে ২০২৫

আপডেট: ১৬:৪১, ১ মে ২০২৫

ফন্ট সাইজ
রিজার্ভ ছাড়িয়েছে ২৭ বিলিয়ন ডলার

ছবি: ফাইল ফটো

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে ২৭ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ এর হিসাবেও নিট রিজার্ভ বেড়ে হয়েছে ২২ দশমিক শূন্য চার বিলিয়ন মার্কিন ডলার। 

চলতি বছরের এপ্রিলের শেষদিনের মজুত পরিস্থিতি সম্পর্কে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবারের (৩০ এপ্রিল) সবশেষ তথ্য অনুযায়ী মোট রিজার্ভ এখন ২৭ দশমিক চার এক বিলিয়ন বা ২ হাজার ৭৪১ কোটি মার্কিন ডলার। আইএমএফ এর হিসাবে দায়-দেনা বা ঋণের অঙ্ক বাদ দিলেও কেন্দ্রীয় ব্যাংকের নিট রিজার্ভের পরিমাণও ২২ বিলিয়ন ডলারের বেশি।

এর আগে, ২০২৩ সালের আগস্টে এই পরিমাণ অর্থ মজুত ছিল বাংলাদেশ ব্যাংকে। সরকার পরিবর্তনের পর থেকে নানা উদ্যোগে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাওয়ায় বেড়েছে রিজার্ভ। মোট রিজার্ভ ও নিট রিজার্ভ বৃদ্ধি পাওয়ায় ঋণপত্র খোলাসহ বৈদেশিক মুদ্রার লেনদেনের ওপর চাপ কমেছে। এর ফলে ডলারের বাজারেও স্বস্তি ফিরেছে বেশ খানিকটা।  

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2