চালের বাজারে ফিরছে স্বস্তি, বেড়েছে সবজি-মুরগির দাম

বাজারে নতুন চাল আসায় দাম কিছুটা নিন্মমুখী হলেও পুরোনো সব ধরনের চালই বিক্রি হচ্ছে চড়া দরে। বেড়েছে সবজি-আর মুরগির দাম। আলু-টমেটো ছাড়া ৫০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। কেজিতে ২০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়।
নিত্যপণ্যের বাজারে স্বস্তি কমতে শুরু করেছে। রোজার পর গেল কয়েক সপ্তাহের ব্যবধানে বাজারে বেড়েছে অনেক পণ্যের দাম।
নতুন চাল প্রবেশ করায় বাজারে চালের দাম কিছুটা কমলও সপ্তাহের ব্যবধানে আবারও তা বাড়তে শুরু করেছে। নতুন মিনিকেট ৭০ থেকে ৭৮ টাকায় বিক্রি হলেও পুরোনো মিনিকেট বিক্রি হচ্ছে ৮০ খেকে ৮৮ টাকা কেজিতে।
সপ্তাহের ব্যবধানে মুরগির দামও বেড়েছে। ব্রয়লার বিক্রি হচ্ছে ১৯০ টাকা কেজিতে। সোনালী ২৮০ টাকা। তবে ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। নদীর মাছ বেশি দামে বিক্রি হলেও, মাছের বাজার তুলনামূলক স্থিতিশীল বলে জানান ভোক্তারা।
বাজারে সব ধরনের সবজির দামও ঊর্ধ্বমুখী। হাতেগোনা দুই-একটি সবজি ছাড়া ৫০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। কিছু সবজির দাম ১০০ ছাড়িয়েছে।
নিত্যপণ্যের বাজার আরও সহনীয় পর্যায়ে নিয়ে আসার দাবি সাধারণ মানুষের।
বিভি/টিটি
মন্তব্য করুন: