‘এলডিসি উত্তরণের পূর্বেই ট্রেড পলিসি রিফর্ম করা প্রয়োজন’

ছবি: সংগৃহীত
নির্বাচনের রোড ম্যাপের কথা বলা হলেও দেশে আর্থিক ও বাণিজ্যিক রোড ম্যাপ নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।
শনিবার (২৪ মে) সকালে রাজধানীর মতিঝিলে ডিসিসিআই আয়োজিত 'স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ক্ষেত্রে প্রয়োজনীয়তা এবং চ্যালেঞ্জ' শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
রাজনীতির উর্ধ্বে উঠে ব্যবসায়ীদের নিজস্ব শক্তি দিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান তারা।
এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, এ দেশ থেকে বিলিয়ন ডলার চলে গেছে। আগের সরকার বার বার দরকার বলা লোকজনও পালিয়েছে।
এলডিসি উত্তরণের পূর্বেই ট্রেড পলিসি রিফর্ম করা প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদরা। সাথে ট্যারিফ পলিসির জন্যেও রোড ম্যাপ থাকা দরকার বলে মনে করেন তারা। ইপিবিসহ বাণিজ্যের অগ্রগতি নিয়ে কাজ করা সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের দাবি উঠে আসে সভায়।
বিভি/এআই
মন্তব্য করুন: