• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নতুন চাল বাজারে আসলেও বাড়ছে দাম 

প্রকাশিত: ১৪:৫৮, ৪ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
নতুন চাল বাজারে আসলেও বাড়ছে দাম 

ফাইল ছবি

কোরবানির ঈদের পর থেকেই বাড়ছে চালের দাম। কেজিতে ৮ টাকা বেড়ে মিনিকেট বিক্রি হচ্ছে ৭৮ টাকায়। তবে কিছুটা কমেছে মাছের দাম। বিক্রেতাদের দাবি, বেশিরভাগ সবজির দামও কেজিতে ১০ টাকা কমেছে। তবে তা মানতে নারাজ ক্রেতারা। কিছুটা বেড়েছে মুরগির দাম। 

বৈশাখে নতুন চাল বাজারে আসায় সে সময় দাম কমায় বেশ স্বস্তি ছিলো। তবে সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হলো না। চালের দাম আবারো কেজিতে ৭/৮ টাকা বেড়ে মিনিকেট মানভেদে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৮ টাকা কেজি। বাড়তি অন্যান্য চালের দরও। তবে বেশকিছুদিন ধরেই স্থিতিশীল নাজিরশাইল চাল।

বাজারে বেড়েছে বিভিন্ন মাছের সরবরাহ। দাম কমারও কথা বলছেন বিক্রেতারা। তবে তা মানতে নারাজ ক্রেতারা। 

বেশ কিছুদিন সবজির বাজারে স্বস্তি থাকলেও এখন তা আর নেই। ক্রেতারা মনে করেন সবজির দাম আরও কমানো সম্ভব, তবে বিক্রেতারা বলছেন বৃষ্টি সত্ত্বেও বেশিরভাগ সবজির দাম কমেছে।

মুরগির বাজারে ব্রয়লার ১০ টাকা কেজিতে বেড়ে ১৬০ টাকা হয়েছে, এবং সোনালি আগের দামেই ২৯০ টাকা কেজি বিক্রি হচ্ছে। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2