• NEWS PORTAL

  • শনিবার, ১২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

প্রকাশিত: ১১:২৩, ৯ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১০ দিন পর দুবাইয়ের স্বর্ণের বাজারে এসেছে কিছুটা পরিবর্তন। অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করছে ক্রেতাদের। সকালে দুবাইয়ে ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে কমেছে ৩.২৫ দিরহাম, বর্তমানে যা দাঁড়িয়েছে ৩৬৬.৭৫ দিরহামে।

বুধবার (৯ জুলাই) গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, এই দাম সর্বশেষ দেখা গিয়েছিল গত ৩০ জুন। গত ১০ দিনের মধ্যে দাম ৩৭০ দিরহামের উপরে ছিল, যা সোনার অলঙ্কার কেনার ক্ষেত্রে সাধারণ ভোক্তাদের চাহিদায় বড় ধরনের প্রভাব ফেলেছিল।

বর্তমান মূল্য মাত্র ১.২৫ দিরহাম বেশি ৩০ দিনের সর্বনিম্ন ৩৬৫.৫০ দিরহামের তুলনায়। সেই সময়টাতেই দেখা গিয়েছিল চাহিদায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি।

স্থানীয় একজন সোনা বিক্রেতা বলেন, ক্রেতারা শুধু চান যে সোনার দাম যেন ৩৬০ দিরহামের কাছাকাছি বা একটু বেশি হয়ে স্থিতিশীল থাকে। তাহলেই তারা আবার আগ্রহ নিয়ে বাজারে ফিরবেন। ৩৭০ দিরহামের ওপরে দাম গেলে তা মানসিকভাবে ক্রেতাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়। যদিও আমরা মূল্য লক-ইন সুবিধা, মেকিং চার্জে ছাড়, কিংবা হীরা অলঙ্কারে বড় ডিসকাউন্ট দিই।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠা-নামা এবং ডলারের বিনিময় হারের ওপর নির্ভর করে আগামীতে দাম আরও কমতে পারে। তবে তা ৩৬০ দিরহামে নামবে কি না, তা নির্ভর করছে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর নীতিমালার ওপর। 
 

বিভি/টিটি

মন্তব্য করুন: