কাঁচামরিচের দাম তিনগুণ বেড়ে কেজিপ্রতি ৩০০ টাকা!

রাজধানীর বাজারে বেড়েছে সবজির দাম। সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচামরিচের। গত সপ্তাহের ৮০ টাকার কাঁচামরিচ প্রতিকেজি বিক্রি হচ্ছে ৩০০ টাকারও বেশি। এ ছাড়া পেপে-ঢেড়শসহ দু'একটি বাদে বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে ৬০ থেকে ১০০টাকায়। এক কেজি ওজনের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ২ হাজার ৩০০ টাকা দরে।
টানা বৃষ্টির অজুহাতে অস্থির রাজধানীর সবজির বাজার। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজিরই দাম বেড়েছে কেজিতে ২০টাকা পর্যন্ত। আর কাঁচামরিচের দাম তিনগুণ বেড়ে বিক্রি হচ্ছে দুইশ আশি থেকে তিনশো টাকায়।
সপ্তাহের ব্যবধানে সোনালি মুরগির দাম কেজিতে ১০ টাকা বাড়লেও আগের দামেই বিক্রি হচ্ছে ব্রয়লার। তবে, কমেছে দেশি মুরগির দাম।
এদিকে মাছের বাজারও চড়া। সরবরাহ থাকলেও বেশিরভাগ মাছের দাম সাধারণের নাগালের বাইরে। আর শুধু নিম্ন আয়ের নয়, মধ্যবিত্তদেরও নাগালের বাইরে ইলিশ।
এদিকে, আগের দামেই বিক্রি হচ্ছে চাল, ডাল, তেল আটাসহ অন্যান্য নিত্যপণ্য।
বিভি/টিটি
মন্তব্য করুন: