কোনো সংস্থার পরামর্শে নয়, দেশের স্বার্থে সংস্কার হচ্ছে: অর্থ উপদেষ্টা

উন্নয়ন সহযোগী সংস্থার পরামর্শে নয়, দেশের স্বার্থে সংস্কার হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বুধবার (৯ জুলাই) একাউন্টিং অ্যান্ড অডিটিং সামিটে এ কথা জানান তিনি।
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে মানসম্মত নিরীক্ষা প্রতিবেদন তৈরির তাগিদ দেন অর্থ উপদেষ্টা। শুধু অংকের হিসাব না দেখে অন্তর্দৃষ্টি দিয়ে অডিট করার পরামর্শ দিলেন দিয়ে উপদেষ্টা বলেন, শুধু প্রযুক্তির ব্যবহার বাড়ালে হবে না নীরিক্ষায় নিয়োজিতদের সৎ ও দক্ষ হতে হবে।
১৫ বছরের বেশি সময় ধরে অনিয়ম-দুর্নীতি আর লুটপাটে ক্ষতিগ্রস্ত দেশের অর্থনীতি। মানসম্মত প্রতিবেদন তৈরি না হওয়ায় জানা যায়নি ব্যাংক ও আর্থিকখাতের আসল চিত্র। এর পেছনে দায় রয়েছে বিভিন্ন নিরীক্ষা প্রতিষ্ঠানের। অ্যাকাউন্টিং ও অডিটিং সামিটে ঘুরেফিরে উঠে এলো এসব তথ্য।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, আর্থিক প্রতিবেদনের দুর্বলতা, অডিটরদের স্বচ্ছতা-জবাবদিহিতার অভাবে জানা যায়নি খেলাপি ঋণের প্রকৃত চিত্র।
দুদক চেয়ারম্যান মো. আব্দুল মোমেন জানান, অডিটরদের অদক্ষতায় দুর্নীতির সঠিক চিত্র উঠে আসে না।
এ সময় অর্থ উপদেষ্টা জানান, দেশে ১৮ লাখ করদাতা রিটার্ন দিলেও ৭০ শতাংশই কোনো কর দেননি। এ বিষয়সহ সার্বিক বিষয়ে সঠিক তথ্য তুলে আনতে পারে নিরীক্ষকরা। কিন্তু তারা দক্ষ হলেও অন্যের প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করেন, এমন অভিযোগ তার।
অনুষ্ঠানে মূল প্রবন্ধে এফআরসির চেয়ারম্যান ডক্টর সাজ্জাদ হোসেন ভুঁইয়া আর্থিক প্রতিবেদন তৈরির ক্ষেত্রে উন্নত দেশের উদাহরণ তুলে ধরেন। জানান, আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী নিরীক্ষা হলে আয়কর ও ভ্যাটসহ রাজস্ব আয় বাড়বে।
বিভি/টিটি
মন্তব্য করুন: