• NEWS PORTAL

  • শনিবার, ১২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

তৈরি পোশাক রফতানিতে অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ

প্রকাশিত: ১৮:৩৯, ৯ জুলাই ২০২৫

আপডেট: ১৯:০১, ৯ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
তৈরি পোশাক রফতানিতে অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ

দেশি-বিদেশি চ্যালেঞ্জের মধ্যে একক দেশ হিসেবে গত বছরও বিশ্ববাজারে তৈরি পোশাক রফতানিতে দ্বিতীয় শীর্ষ অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। যদিও বাজার হিস্যা দশমিক ৪৮ শতাংশীয় পয়েন্ট কমে গেছে।

বরাবরের মতো শীর্ষ অবস্থানে আছে চীন। যদিও তাদের বাজার হিস্যা ২ শতাংশীয় পয়েন্ট কমে গেছে। তৃতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে ভিয়েতনাম।

বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। তাতে বলা হয়, গত বছর বৈশ্বিক পণ্য ও সেবা বাণিজ্য ৪ শতাংশ বেড়ে ৩১ দশমিক ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। যা আগের বছর ২ শতাংশ হ্রাস পেয়েছিল।

২০২৪-এ বিশ্বের বিভিন্ন দেশ ৫৫৭ দশমিক ৫০ বিলিয়ন ডলারের তৈরি পোশাক আমদানি করে। প্রবৃদ্ধি হয়েছে ৭ শতাংশ। আর ২০২৩ সালে বিভিন্ন দেশ তৈরি পোশাক আমদানি করেছিল ৫২০ বিলিয়ন ডলারের।

এদিকে, টানা দুই বছর ধরে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি ৩৮ বিলিয়ন ডলারের ঘরে আছে। গত বছর রফতানি হয়েছে ৩৮ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। প্রবৃদ্ধি হয়েছে মাত্র দশমিক ২১ শতাংশ।

বিভি/টিটি

মন্তব্য করুন: