• NEWS PORTAL

  • বুধবার, ৩০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সূচক পতন দিয়ে চলছে দেশের প্রধান পুঁজিবাজারের লেনদেন

প্রকাশিত: ১৪:৪৫, ২৯ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
সূচক পতন দিয়ে চলছে দেশের প্রধান পুঁজিবাজারের লেনদেন

ফাইল ছবি

সূচক পতনের মধ্যদিয়ে চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে-ডিএসইর লেনদেন। দিনের শুরুতে সূচক বাড়লেও দুপুর একটার পর থেকেই শুরু হয় দরপতন।  

মঙ্গলবার (২৯ জুলাই) সপ্তাহের তৃতীয় দিনের লেনদেন শুরু হয়েছিলো মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায়। কিন্তু ঘন্টাখানেক পরেই সূচক পড়তে থাকায় বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরই কমেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ডিএসইর প্রধান সূচক– ডিএসইএক্স ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩১১ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে শরীয়াহ সূচক সাত পয়েন্ট এবং ডিএস-থার্টি মূল্যসূচক ১১ পয়েন্ট কমেছে। এ সময়ে হাতবদল হয়েছে মোট ৫২৫ কোটি টাকার শেয়ার। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ২২৭টির। তবে, অপরিবর্তিত রয়েছে ৭৬টি কোম্পানির শেয়ারের দর।
 

বিভি/এসজি

মন্তব্য করুন: