ক্যাপিটাল মার্কেট ইচ্ছে করে লুটপাটের মাধ্যমে মেরে ফেলা হয়েছে: আমীর খসরু

ছবি: আমীর খসরু মাহমুদ চৌধুরী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত দিনে ক্যাপিটাল মার্কেটকে ইচ্ছে করে লুটপাটের মাধ্যমে মেরে ফেলা হয়েছে। তাই এই ক্যাপিটাল মার্কেটের উন্নয়নে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি আগামীদিনে ক্যাপিটাল মার্কেট আবার ঘুরে দাঁড়াবে জানিয়ে বিনিয়োগ কারীদের সচল থাকার আহ্বান জানান।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে চট্টগ্রামের একটি পাঁচ তারকা হোটেলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ আয়োজিত ওয়ার্কশপে তিনি এসব কথা বলেন।
‘অপারেশনাল ফ্রেমওয়ার্ক অব কমোডিটি ডিরাইভেটিভস মার্কেট এন্ড ইটস বিজনেস প্রসপেক্টস’ শীর্ষক ওয়ার্কশপে সভাপতিত্ব করেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এর ব্যবস্থাপনা পরিচালক এম, সাফিউর রহমান মজুমদার।
অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমেরিকার জিডিপির দ্বিগুণ ক্যাপিটাল মার্কেট। ভারত-পাকিস্তানের ও আমাদের চাইতে বহুগুণ বড়। আমাদের যতোটুকু ছিলো তাও লুটপাটের মাধ্যমে শেষ করা হয়েছে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, ব্রোকারদের অবস্থা ভালো না। তারা ধুকে ধুকে চলছেন। তিনি আশা প্রকাশ করেন আবারো ঘুরে দাঁড়াবে ক্য্যাপিটাল মার্কেট। বিনিয়োগকারীদের সরব থাকার পরামর্শ দেন তিনি।
বিভি/এআই
মন্তব্য করুন: