চড়া সবজি ও মাছের বাজার

কয়েকদিনের বৃষ্টিতে কমেছে সবজির সরবরাহ। এতে রাজধানীর বাজারে বেড়েছে সবরকমের সবজির দাম।
আলু ও পেঁপে ছাড়া বাকি সব সবজি ৬০ থেকে ১০০ টাকার বেশি দরে কিনতে হচ্ছে ক্রেতাদের। প্রতি কেজি বেগুন, ঝিঙা, কচুর লতি, করলা কিনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা দরে। সপ্তাহের ব্যবধানে ১০-১৫ টাকা বেড়ে ডজন প্রতি ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। পাশাপাশি সোনালী মুরগির দামও বেড়েছে কেজিতে ২০টাকা পর্যন্ত।
তবে, ১৫০ থেকে ৬০ টাকা দরে মিলছে ব্রয়লার মুরগি। এদিকে চড়া মাছের বাজার। সরবরাহ থাকলেও বেশিরভাগ মাছের দাম সাধারণের নাগালের বাইরে। আকাশ ছোঁয়া দাম ইলিশের। এক কেজি ওজনের ইলিশের দাম ২ হাজারের ওপরে। অন্যদিকে, আগের থেকে বেড়ে যাওয়া দামেই বিক্রি হচ্ছে চাল, ডাল, তেল,আটাসহ অন্যান্য সব নিত্যপন্য।
বিভি/এসজি
মন্তব্য করুন: