৮ মাস পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু, কমতে শুরু করেছে দাম

প্রায় ৮ মাস বন্ধ থাকার পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ শুল্ক স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুরু হয়েছে পেঁয়াজ আমদানি। বৃহস্পতিবার বিকাল থেকে ভারতের মহদিপুর সীমান্ত পার হয়ে পেঁয়াজের ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম।
তিনি জানান, বিগত সরকারের দেশত্যাগের পর হঠাৎ করেই ভারত বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়। এতে বিপাকে পড়েন বাংলাদেশের পেঁয়াজ আমদানীকারকরা। ফলে ওই সময় দেশি পেঁয়াজ বাজারে সরবরাহ না থাকায় বেড়ে যায় পেঁয়াজের দাম। কিন্তু, গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৮ মাস পরে ৪টি গাড়িতে ১০০ মে.টন পেঁয়াজ বন্দরে প্রবেশ করেছে। এটা ব্যবসায়ীদের জন্য একটা ভালো দিক। কারণ, বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক থাকলে সাধারণ ক্রেতারাও উপকৃত হবেন।
ব্যবসায়ীরা বলছেন, প্রায় ৭ থেকে ৮ মাস আগে ভারত সরকার বাংলাদেশের সোনামসজিদ স্থল বন্দরে দিয়ে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়। এতে আমরা ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্থ ঠিক তেমনই ক্রেতারাও ক্ষতিগ্রস্থ। তবে, বৃহস্পতিবার থেকে আবারো পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমে আসবে। লাভবান হবেন ক্রেতা সাধারণ।
এর আগে, ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে গত মঙ্গলবার (১২ আগস্ট) পেঁয়াজ আমদানির ঘোষণা দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে শিগগিরই পেঁয়াজ আমদানি করা হবে। আমদানি উন্মুক্ত করে দেওয়া হবে। যে দেশে সস্তায় পাওয়া যাবে সেখান থেকেই পেঁয়াজ আমদানি করা হবে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: