• NEWS PORTAL

  • রবিবার, ১৭ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৪৭০ টন পেঁয়াজ আমদানির অনুমতি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫০, ১৬ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৪৭০ টন পেঁয়াজ আমদানির অনুমতি

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বন্দর দিয়ে ১৩ ব্যবসায়ীকে ৪৭০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে অন্তর্র্বতীকালীন সরকার। আর অনুমতি পাবার পরপরই চলতি মাসের ১৪ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে ১০০ মে.টন পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে। বাকি রয়েছে আরো ৩৭০ মেট্রিক টন। 

শনিবার (১৬ আগস্ট) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ।

তিনি বলেন, এ বছরের এপ্রিল মাস থেকে গত ১৩ আগস্ট পর্যন্ত অর্থাৎ প্রায় সাড়ে ৪ মাস চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। পরে অন্তর্র্বতীকালীন সরকারের সিদ্ধান্তে ১৩ জন আমদানিকারককে ৪৭০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হয়েছে। এর প্রেক্ষিতে গত বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মাত্র দুই জন আমদানিকারক ৪টি ট্রাকে করে মোট ১ শত মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছেন। এখন বাকি ৩৭০ মেট্রিক টন পেঁয়াজ কে কিভাবে কখন আনবেন তা এই মূহুর্তে আমার জানা নেই।

এ বিষয়ে সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার (১৪ আগস্ট) পর্যন্ত ৪টি ট্রাকে ১ শত মেট্রিক টন পেঁয়াজ এই স্থলবন্দর দিয়ে প্রবেশ করেছে। এরপর শুক্রবার সাপ্তাহিক ছুটি এবং শনিবার জন্মাষ্ঠমীর ছুটি থাকায় দুদিন বন্ধ রয়েছে আমদানি-রফতানি। আশা করছি রোববার (১৭ আগস্ট) থেকে আরও পেঁয়াজ আমদানি হতে পারে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2