• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বিশ্বের শীর্ষ ১০০ বন্দরের তালিকায় এক ধাপ পিছিয়েছে চট্টগ্রাম বন্দর

প্রকাশিত: ১৮:২৬, ৩১ আগস্ট ২০২৫

আপডেট: ১৮:২৬, ৩১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
বিশ্বের শীর্ষ ১০০ বন্দরের তালিকায় এক ধাপ পিছিয়েছে চট্টগ্রাম বন্দর

ফাইল ছবি

আন্তর্জাতিক শিপিং বিশ্লেষক সংস্থা লয়েডস লিস্ট বিশ্বের শীর্ষ ১০০ বন্দরের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় চট্টগ্রামের অবস্থান এ বছর ৬৮তম। গত বছর যা ছিল ৬৭তম। শনিবার (৩০ আগস্ট) ‘ওয়ান হানড্রেড পোর্টস ২০২৫’ শীর্ষক বিশেষ প্রকাশনায় এ তালিকা প্রকাশ করা হয়। 

কনটেইনার পরিবহনের বৈশ্বিক এ তালিকায় এবারে একধাপ পিছিয়েছে চট্টগ্রাম বন্দর। এবারে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডেল করার পরও এমন অবনমনের নেপথ্যে চারটি কারণ রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

২০২৪ সালে বিশ্বের বিভিন্ন বন্দরের কনটেইনার পরিবহনের সংখ্যা হিসাব করে এ তালিকা প্রকাশ করেছে লন্ডনভিত্তিক শিপিংবিষয়ক বিশ্বের সবচেয়ে পুরোনো সংবাদমাধ্যম লয়েডস লিস্ট। তালিকায় ৫ কোটি ১৫ লাখ কনটেইনার পরিবহন করে শীর্ষে রয়েছে চীনের সাংহাই বন্দর। দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর বন্দর। তৃতীয় অবস্থানে আছে চীনের নিংবো বন্দর। 

লয়েডস লিস্টের প্রকাশনায় চট্টগ্রাম বন্দর বিষয়ে বলা হয়েছে, ২০২৪ সালে এই বন্দর ৩২ লাখ ৭৫ হাজার একক কনটেইনার পরিবহন করেছে। ২০২৩ সালে কনটেইনার পরিবহন হয়েছিল ৩০ লাখ ৫০ হাজার। সেই হিসাবে কনটেইনার পরিবহন ৭ দশমিক ৩৭ শতাংশ বেড়েছে। চট্টগ্রাম বন্দরের চারটি কনটেইনার টার্মিনাল, কমলাপুর কনটেইনার ডিপো ও পানগাঁও নৌ টার্মিনাল মিলে এসব কনটেইনার ওঠানো-নামানো হয়েছে। 

কনটেইনার পরিবহন বাড়লেও কেন বৈশ্বিক তালিকায় পিছিয়ে গেল চট্টগ্রাম বন্দর? এ প্রশ্নের উত্তরে বন্দর ব্যবহারকারীরা বলছেন, তবে চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, ‘লয়েডস লিস্ট আনুষ্ঠানিকভাবে ক্রমতালিকা বা বৈশ্বিক অবস্থানের তথ্য এখনো আমাদের জানায়নি। এটি পেলে প্রতিক্রিয়া জানাবো।’

লয়েডস লিস্টের ক্রমতালিকা অনুযায়ী, গত এক দশকে চট্টগ্রাম বন্দরের অবস্থান সবচেয়ে ভালো অবস্থান ছিল ২০১৯ সালে। সেবার চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল ৫৮তম।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2