• NEWS PORTAL

  • সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ব্যাংকিং খাতে প্রতি বছর ১০ শতাংশ হারে নগদ অর্থের চাহিদা বাড়ছে: গভর্নর

প্রকাশিত: ১৪:৫২, ১৫ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৪:৫২, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ব্যাংকিং খাতে প্রতি বছর ১০ শতাংশ হারে নগদ অর্থের চাহিদা বাড়ছে: গভর্নর

ছবি: সংগৃহীত

লেনদেনের অনেক ডিজিটাল মাধ্যম থাকার পরও ব্যাংকিং খাতে প্রতি বছর ১০ শতাংশ হারে নগদ অর্থের চাহিদা বাড়ছে। এটা কমিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি।   

গভর্নর বলেন, বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিংয়ের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। এজন্য ক্যাশলেস লেনদেনে সবার জন্য কিউআর কোড চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ট্রেড লাইসেন্স নেওয়ার ক্ষেত্রেও আগামীতে কিউআর কোড আবশ্যক করার প্রক্রিয়া চলমান আছে বলেও উল্লেখ করেন তিনি। এসময় কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, লেনদেন আরও অত্যাধুনিক ও সহজ করাসহ টাকা ছাপানোর খরচ কমিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক ক্যাশলেস সোসাইটিতে রুপান্তরের উদ্যোগ নিয়েছে। আগামীতে দেশের ব্যাংকিং খাতে ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম’ চালু করা কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য বলেও জানান তিনি। সেমিনারে ব্যাংকিং খাতের দেশি-বিদেশি অংশীজনরা ‘ডিজিটাল পেমেন্ট সিস্টেম’ নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও ভবিষ্যত কর্মপরিকল্পনা তুলে ধরেন। 

বিভি/এসজি

মন্তব্য করুন: