• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

প্রথম চালানে ভারতে গেলো ৩৭ হাজার ৪৬০ কেজি ইলিশ

প্রকাশিত: ১৯:১৪, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
প্রথম চালানে ভারতে গেলো ৩৭ হাজার ৪৬০ কেজি ইলিশ

ছবি: সংগৃহীত

দুর্গাপূজাকে উপলক্ষে এ বছর ১২শ টন ইলিশ মাছ ভারতে রফতানির অনুমতি পেয়েছে ৩৭ প্রতিষ্ঠান। এরই মধ্যে ইলিশ রফতানি শুরু করেছেন ব্যবসায়ীরা। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) প্রথম চালানে দেশের বেনাপোল দিয়ে প্রায় সাড়ে ৩৭ টন অর্থাৎ ৩৭ হাজার ৪৬০ কেজি ইলিশ ভারতে রফতানি করা হয়েছে।

বেনাপোল বন্দরের মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ কেন্দ্রের ফিসারিজ কোয়ারেন্টাইন কর্মকর্তা সজিব সাহা জানান, রাত দেড় টার দিকে বেনাপোল বন্দর দিয়ে এইসব ইলিশ রফতানি করে ছয়টি প্রতিষ্ঠান। প্রথম চালানে পাঠানো হয়েছে ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ। গত বছর ইলিশ রফতানির অনুমতি ছিলো ২ হাজার ৪২০ টন। বেনাপোল বন্দর দিয়ে রফতানি হয়েছিলো মাত্র ৫৩২ টন।

রফতানিকারকরা জানান, প্রতি কেজি ইলিশের রফতানি মূল্য ছিলো ১২ ডলার ৫০ সেন্ট। যা বাংলাদেশি ১৫শ ২৫ টাকা। এবছরও ব্যবসায়ীরা দুর্গাপূজা উপলক্ষে ইলিশ রফতানির অনুরোধ জানালে, সরকার ৩৭ প্রতিষ্ঠানকে ১২০০ টন ইলিশ রফতানির অনুমতি দেয়। 

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2