• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

অবশেষে কমলো স্বর্ণের দাম, রাত পোহালেই কার্যকর

প্রকাশিত: ২২:৪৯, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
অবশেষে কমলো স্বর্ণের দাম, রাত পোহালেই কার্যকর

আন্তর্জাতিক ও দেশের বাজারে বেশ উত্তাপ ছড়িয়েছে স্বর্ণের দাম। অবশেষে দেশের বাজারে টানা ৮ দফায় বাড়ানোর পর স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৪৭০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকেই নতুন দর কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৮৮ হাজার ১৫২ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৯ হাজার ৬০২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৩ হাজার ৯৪১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ২৭ হাজার ৬৭৪ টাকা।

এর আগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) টানা অষ্টমবারের মতো ৩ হাজার ৬৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকা। যা দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম।

সবমিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ৫৪ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। যেখানে ৩৭ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ১৭ বার। অন্যদিকে গত বছর দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এরমধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল। এছাড়া গতবছর ২৭ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2